ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্বিত হতে পারে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:০৩ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রায় বিলম্ব হচ্ছে। এ কারণে লন্ডন যাত্রা সকাল ১০টার পরেও হতে পারে বলে দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তিনি টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন।

এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা

আজ মধ্যরাত বা সকালের দিকে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রায় বিলম্ব দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে ‘কারিগরি সমস্যা’র কারণে সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, উড়োজাহাজটি কাতার থেকে উড্ডয়ন করলেই আনুষ্ঠানিকভাবে সময় জানানো হবে। ফলে লন্ডন যাত্রা সকালে বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জোবাইদা রহমানের আগমন

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার পথে রওনা হয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন–ঢাকা ফ্লাইটে তিনি শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। তিনি দেশে পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। এ কারণে লন্ডন যাত্রা সকাল ১০টার পরেও হতে পারে বলে দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

হাসপাতাল থেকে বিমানবন্দর

খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকেই তাকে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন পাঠানো হবে। লন্ডনে পৌঁছে তাকে লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতাল এবং বিমানবন্দরের মধ্যকার পুরো যাত্রাপথে প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসকদের মূল্যায়ন

এভারকেয়ার হাসপাতালে টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। তার চিকিৎসায় যুক্ত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, ফুসফুসের সংক্রমণ কিছুটা কমেছে এবং বুক পরিষ্কার হচ্ছে। নিউমোনিয়ার কারণে জমে থাকা কফ সাফ হচ্ছে—এটি সবচেয়ে ইতিবাচক লক্ষণ। শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক রাখতে এখনো তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। হৃদযন্ত্রসহ কয়েকটি জটিলতা রয়ে গেছে, তবে পরীক্ষার প্যারামিটারগুলো ভালো দিকে যাচ্ছে। লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে সরাসরি দেখেছেন এবং তিন দফা ভার্চুয়াল বৈঠকে তার সর্বশেষ চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করেছেন।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত

বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে দেশি–বিদেশি বিশেষজ্ঞ এবং মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে এবং লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে চূড়ান্ত করা হয়েছে। কমপক্ষে ১১ ঘণ্টার দীর্ঘ যাত্রায় প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তার সঙ্গে দেশি–বিদেশি বেশ কয়েকজন চিকিৎসকও যাবেন।

চীনের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তাব

চিকিৎসক জাহিদ হোসেন আরও জানান, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে চীনও এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে চীনের এয়ার অ্যাম্বুলেন্স সরাসরি লন্ডনে যেতে পারত না; মাঝপথে জ্বালানি নিতে নামতে হতো। তাই সামগ্রিক বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের পক্ষে সিদ্ধান্ত নেন। গত জানুয়ারি ও মে মাসেও খালেদা জিয়া একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন ও দেশে ফিরেছিলেন।

সহযাত্রীদের তালিকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে মোট ১৭ জন লন্ডনে যাচ্ছেন। তালিকায় রয়েছেন—ডা. জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, নূরউদ্দিন আহমদ, বিদেশি বিশেষজ্ঞ রিচার্ড বিল, এসএসএফের দুই কর্মকর্তা, দলের সহকারী আবদুল হাই মল্লিক, ব্যক্তিগত সচিব মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার। দলের উপদেষ্টা মাহদী আমিন জানান, চিকিৎসা ব্যবস্থাপনায় ডা. জোবাইদা রহমান সবসময় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন।

কাতারের দূতাবাসের প্রস্তুতি

খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চূড়ান্ত করতে বিএনপি ২৯ নভেম্বর কাতার দূতাবাসে চিঠি পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ও পরদিন জরুরি ভিত্তিতে সহযোগিতা চায়। কূটনৈতিক সূত্র জানায়, কাতার দূতাবাস আজ সকালে জানিয়েছে যে তারা যাত্রার জন্য প্রস্তুত এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পাঠানোর অনুরোধ করেছে।

সারাদেশে দোয়ার আয়োজন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এক নির্দেশনায় জানিয়েছে, আজ শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হবে। একই সঙ্গে দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায়ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।