ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

দেশে এসেই এভারকেয়ারে যাবেন জোবাইদা রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:৩২ এএম
দেশে আসছে জোবাইদা রহমান। ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন।

দলীয় সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি ও বিদেশে নেওয়ার প্রস্তুতি বিষয়ে খোঁজ নেবেন তিনি।

বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ডা. জোবাইদা রহমান নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে জানান, জোবাইদা রহমান বৃহস্পতিবারই লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি আরও লেখেন, জোবাইদা শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন, যেন কাছ থেকে থেকেই খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারেন।

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ও বিদেশে নেওয়ার প্রস্তুতি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।