জামালপুর শহরের বেলটিয়া এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেল ও দিপু নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল ও দিপু মারা যান। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।
আহত মোটরসাইকেল আরোহী শ্যামল জানান, তারা তিনজন এক মোটরসাইকেলে সদর উপজেলার জালালের পাড়া থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল। জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বেলটিয়া এলাকায় বিপরীতমুখী ট্রাকের চাপায় রাসেল ও দিপু আহত হন।
শ্যামল বলেন, মোটরসাইকেল চালক দিপু সামনে ছিলেন, পেছনে রাসেল ছিলেন আর সর্বশেষে আমি ছিলাম। রাসেল শহরের একজনের কাছে পাওনা টাকা নিতে যাচ্ছিলেন। সেই সময় ট্রাক তাদের চাপা দেয়।
জামালপুর সদর থানার ওসি অপারেশন নূর মোহাম্মদ জানান, দিপু ও রাসেল নিহত হয়েছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।


