ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ববি ছাত্রদলের তিন পদে লড়বেন ১০ প্রার্থী

ববি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৩১ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: রূপালী বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী: বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. সাব্বির হোসাইন, আশিক, মিনহাজুল ইসলাম, ইতিহাস বিভাগের মো. মোশাররফ হোসেন এবং উপকূলীয় গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের রাকিব হাসান রকি।

সাধারণ সম্পাদক পদে লড়বেন তিনজন: কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. ওয়াহিদুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. ইত্তেসাফ আর রাফি এবং বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আরিফ হোসাইন শান্ত।

সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন দুইজন: ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. মিজানুর রহমান এবং অ্যাকাউন্টিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিল্লাল হোসেন।

নির্বাচনকে কেন্দ্র করে সমন্বয় কমিটি ও নির্বাচনী কর্মকর্তাদের নামও ঘোষণা করা হয়েছে। পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ববি ছাত্রদলের সাবেক সভাপতি মো. রেজা শরীফ।

সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল খান, কাইয়ুম তালুকদার, লোকমান হোসেন রাব্বি, তানভীর রহমান তুলিব, মশিউর রহমান ও রউফুন রিশাদ হামিম, যারা পূর্বে ববি ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও কেন্দ্র ঘোষিত নির্বাচন কমিশনের সদস্য সাইফুল আলম বাদশাকে।

প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান প্রিস এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম।