ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ভাইব্রেন্ট এখন মিরপুর-১ নিউ মার্কেটে। 

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৭:৩৮ এএম

গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ হিসেবে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মিরপুর-১-এ একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সেলস সেন্টারের উদ্বোধন করেছে। গত বুধবার ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ভাইব্রেন্টের রিটেইল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রবিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা গ্রুপের অন্য কর্মকর্তারা। নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার পর্যন্ত যেকোনো পণ্যে ২০ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করা যাবে। মিরপুর-১ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এই নতুন শোরুমটির অবস্থান।