ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

খাঁচায় ফিরল সিংহী ডেইজি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৯:১০ পিএম
আড়াই ঘণ্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি। ছবি- সংগৃহীত

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বের হয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ডেইজি নামের সিংহীটিকে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বের হয় ডেইজি। ঘটনার পর চিড়িয়াখানার নিরাপত্তা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহীটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করাতে সক্ষম হয়।

চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পরিচালক আরও জানান, খাঁচার গেট সম্ভবত তালা মারা ছিল না। কোথাও কোনো ভাঙা বা গ্রিলে ফাঁকা পাওয়া যায়নি। বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে বলে জানান তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে গঠিত দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এই ঘটনায় বিস্তারিত তদন্ত করবে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের কাছে জমা দেবেন।