ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

জাককানইবি প্রেসক্লাবের উদ্যোগে আগুন উৎসব

জাককানইবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৮:৩৮ এএম
জাককানইবি প্রেসক্লাবের উদ্যোগে আগুন উৎসব। ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো আগুন উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়

এ সময় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি-সম্পাদক সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি-সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার ও উপস্থাপক সুমনা মোস্তফা এবং স্টাফ রিপোর্টার এন এ সিদ্দিক জুয়েল।

জাককানইবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, এটা আমাদের একটা ধারাবাহিক অনুষ্ঠান।  প্রতি বছর শীতের এক রাতে আমরা আগুন উৎসব করে থাকি এবং শেষে সকলে একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের এই প্রোগ্রামে দেশের দূর দূরান্ত হতে অনেক অতিথি আসেন। সাবেক সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দরাও থাকেন। প্রেসক্লাব একটা পরিবার। এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তত একটা দিন সবাই একসাথে আনন্দে কাটাতে পারি, এটাই সার্থকতা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গান পরিবেশনা করেন সংগীত বিভাগের শিক্ষার্থী ও দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি মো. তাসনিম হক রাফি এবং এনটিভির প্রতিনিধি রোহান চিশতি।