ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:০৩ এএম
কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের সকাল। ছবি- সংগৃহীত

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে কাঁপছে তেঁতুলিয়াসহ আশপাশের জনপদ। গত কয়েকদিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে নেমে ১১ ডিগ্রির ঘরে অবস্থান করছে, ফলে শীতের প্রকোপ আরও বাড়ছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এর আগের দিন শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।

এদিকে হিমালয়ের নিকটবর্তী হওয়ায় গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় হিমেল বাতাস আরও জোরালো হয়েছে। সকালে রোদের দেখা মিললেও তেমন উষ্ণতা পাওয়া যাচ্ছে না। রাতে এবং সকালে ঠান্ডা বেশি অনুভূত হওয়ায় গ্রামাঞ্চলের মানুষ শীতের পোশাক পরে চলাফেরা করছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ হঠাৎ বেড়ে যাওয়া শীতের তীব্রতায় চরম দুর্ভোগে পড়েছেন।

দিনের বেলাতেও তাপমাত্রা কম থাকায় সারাদিনই ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। বিকেল গড়ালে বাড়ছে শীতের অনুভূতি। শীতের কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শৈত্যপ্রবাহের মতো হিমেল হাওয়ার প্রভাবে তেঁতুলিয়ায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৬টায় মৌসুমের সর্বনিম্ন ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।