ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২৪ এএম
প্রতীকী ছবি

বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে সুনামগঞ্জ সদর এলাকার সব স্থানে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সুনামগঞ্জ বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ। 

এই সময়ে সংশ্লিষ্ট লাইনের প্রয়োজনীয় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিউবো সুনামগঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। একইসঙ্গে বিদ্যুৎ ব্যবহারকারীদের সচেতন থাকার এবং ব্যাকআপসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটসংক্রান্ত এ গুরুত্বপূর্ণ তথ্যটি দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।