চলচ্চিত্রের সোনালি যুগ থেকে বর্তমান সময় সব প্রজন্মের তারকা ও এফডিসির কলাকুশলীদের কাছে পরিচিত মুখ মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছর তিনি শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি)। তবে বর্তমানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই চলচ্চিত্রকর্মী। জীবনসায়াহ্নে এসে তিনি প্রিয় কর্মস্থল ছেড়ে জন্মস্থানে ফিরতে চান।
তার পাশে ইতোমধ্যে দাঁড়িয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এবার সেই উদ্যোগে যুক্ত হলো নির্মাণাধীন সিনেমা ‘তছনছ’ টিম। সিনেমাটির নায়ক ও প্রযোজক মুন্না খান এই অসুস্থ চলচ্চিত্রকর্মীর পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছবির পরিচালক বদিউল আলম খোকন।
এ প্রসঙ্গে মুন্না খান বলেন, ‘খোরশেদ ভাই দীর্ঘ সময় চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। জীবনের পুরোটা সময় তিনি এ শিল্পে দিয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। শেষ বয়সে কাজ করার মতো অবস্থাও নেই। একজন চলচ্চিত্রকর্মী হিসেবে আমি এবং তছনছ সিনেমার টিম তার পাশে দাঁড়িয়েছি। আশা করি, অন্য তারকারাও পাশে দাঁড়াবেন।’
চলচ্চিত্র সাংবাদিকদের উদ্যোগে খোরশেদ আলমকে সসম্মানে নিজ বাড়িতে ফেরত পাঠানোর আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এফডিসিতে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের নেপথ্যে রয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব।
আয়োজন প্রসঙ্গে সাংবাদিক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ আলমকে বাড়ি ফেরানোর উদ্যোগের কথা জানার পর চলচ্চিত্রকর্মীরা তার পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চেষ্টা করছি সম্মানের সঙ্গে তাকে বিদায় দিতে। আশা করি, শিল্পী ও কলাকুশলীরা শেষবারের মতো তাকে বিদায় জানাতে আসবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন।’