রাজধানীর বংশালের নাজিরা বাজার চৌরাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. আমিন (৩০) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আমিন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলি সানি গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি বিডিআর ১ নম্বর গেট এলাকায় থাকতেন এবং বংশালের একটি সাইকেল পার্টসের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।
এলাকাবাসী জিসান জানান, পুরান ঢাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সোমবার সকালে নাজিরা বাজার চৌরাস্তার পাশে জামাই গলি এলাকায় জমে থাকা পানির মধ্য দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পর্শ হন আমিন। পরে স্থানীয়রা বাঁশের সাহায্যে দূর থেকে তাকে টেনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।