ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

গানের মঞ্চ থেকে বিদায় নিলেন তাহসান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৫৯ এএম
তাহসান খান। ছবি - সংগৃহীত।

দীর্ঘ ২৫ বছরের সংগীতযাত্রার এক আবেগঘন মুহূর্তে দাঁড়িয়ে ভক্তদের চমকে দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ঘোষণা দিয়েছেন- এটাই তার জীবনের শেষ কনসার্ট। সংগীত ক্যারিয়ার থেকেও ধীরে ধীরে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’

তাহসান আরও জানান, এরই মধ্যে তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন।

এর আগেই অভিনয় থেকেও বিরতির ঘোষণা দেন তিনি। গত বছর এক সাক্ষাৎকারে তাহসান বলেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’

সংগীত ও অভিনয়- দুই জগৎ থেকেই ধীরে সরে যাওয়ার পেছনে রয়েছে শারীরিক জটিলতা। তাহসানের কণ্ঠনালিতে ‘হেটেরোটোপিয়া’ নামে একটি সমস্যা ধরা পড়ে, যা গলার গঠন পরিবর্তন করে এবং গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা কমিয়ে দেয়। এই অসুস্থতার কারণে ২০১৮ সাল থেকেই তার পারফর্মেন্সে প্রভাব পড়তে শুরু করে। সে সময় ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।’

তাহসান খানের সংগীতযাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাক’ এর মাধ্যমে। পরে তিনি একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেন। সাম্প্রতিক বছরগুলোতে তাকে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নামে পারফর্ম করতে দেখা গেছে।

ভক্তদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকলেও, বাস্তবের মঞ্চ থেকে ধীরে ধীরে নেমে আসছেন এই গায়ক-অভিনেতা। তবে তার গান, অভিনয় এবং উপস্থিতি বাংলা বিনোদন জগতে দীর্ঘদিন থেকে যাবে বলেই বিশ্বাস করেন অনেকেই।