ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

উত্তর দিতে পেরে আমি আনন্দিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৪৯ পিএম
রাফিয়াত রশিদ মিথিলা। ছবি - সংগৃহীত।

শোবিজের গ্ল্যামার জগতের পরিচিত মুখ হলেও, শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন রাফিয়াত রশিদ মিথিলা। সমাজকর্মী ও গবেষক হিসেবে তার পথচলা একই সঙ্গে মননশীল ও দায়িত্বশীল। এবার নিজের পিএইচডি গবেষণা নিয়ে হাজির হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মনোমুগ্ধকর সেশন কাটিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে মিথিলা লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল।’

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ তিনি ‘লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা’ বিষয়ে তার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছেন। এতে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কাটে তার।

সেশনে উপস্থিত সবার প্রশ্নে যে মিথিলা বেশ মুগ্ধ হয়েছেন, তাও জানান পোস্টে। তিনি লেখেন, ‘তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

শুধু অভিনয় নয়, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও মিথিলা যে একাগ্রতা নিয়ে এগিয়ে চলেছেন, এই আয়োজন যেন তারই আরেকটি প্রমাণ।