ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দেম্বেলে কি থাকবেন ব্যালন ডি’অর অনুষ্ঠানে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:০৩ পিএম
উসমান দেম্বেলে। ছবি- সংগৃহীত

ফরাসি তারকা উসমান দেম্বেলে কি ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থিত থাকবেন? নাকি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচের কারণে অনিশ্চয়তা তৈরি হবে? এই প্রশ্ন এখন ফরাসি ফুটবল অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।

কারণ, আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। একই সময়ে মার্সেইয়ের মাঠে খেলতে নামবে পিএসজি। এই দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট একই দিনে হওয়ায় দেম্বেলের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

গত মৌসুমে পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে দেম্বেলে বড় ভূমিকা রেখেছিলেন। সেইসঙ্গে লিগ ওয়ান ও ফরাসি কাপও জিতিয়েছেন প্যারিসের ক্লাবটিকে।

তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি এই বছরের ব্যালন ডি’অর জেতার অন্যতম ফেবারিট। গত মৌসুমে তার ঝুলিতে ছিল ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট।

এদিকে দেম্বেলের মূল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।

এছাড়াও পিএসজির আরও সাতজন খেলোয়াড়—দেজিরে দুয়ে, আশরাফ হাকিমি, খভিচা কভারাত্সখেলিয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা এবং ফাবিয়ান রুইজও মনোনয়ন পেয়েছেন।

গত রবিবার প্রবল বৃষ্টির কারণে পিএসজি এবং মার্সেইয়ের মধ্যকার ম্যাচটি বাতিল হয়। নতুন সূচি অনুযায়ী, আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় মার্সেইয়ের মাঠে খেলতে যাবে পিএসজি।

অন্যদিকে, একই সময়েই প্যারিসে বসবে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই কারণে পিএসজির মনোনীত খেলোয়াড়দের উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে পিএসজি ও দেম্বেলে ভক্তদের জন্য একটি স্বস্তির খবর হলো, দেম্বেলে এবং দুয়ে দুজনেই চোটের কারণে পিএসজির প্রাথমিক স্কোয়াডে নেই।

তাই তারা মার্সেই না গিয়ে প্যারিসেই থেকে যেতে পারেন। এতে তাদের ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।