ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি কক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:৩৭ পিএম
দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। ছবি- সংগৃহীত

দীর্ঘ বিরতির পর দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক আবারও জাতীয় দলে ফিরছেন। পাকিস্তান সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এর আগে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও তিনি থাকবেন দলে।

ডি কক ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষে ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। তার শেষ আন্তর্জাতিক সাদা বলের ম্যাচ ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, বার্বাডোজে।

যদিও আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসর নেননি তিনি, তবুও দীর্ঘদিন জাতীয় দলের পরিকল্পনায় ছিলেন না। এ সময়টায় বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি, সর্বশেষ খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

বর্তমান প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ডি ককের সঙ্গে আলোচনার পরই জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদী হয়েছেন তিনি।

কনরাড বলেন, কুইন্টনের প্রত্যাবর্তন আমাদের জন্য দারুণ খবর। গত মাসে তার সঙ্গে কথা বলার সময় স্পষ্ট হয়েছে যে, দেশকে প্রতিনিধিত্ব করার এখনো প্রবল ইচ্ছে রয়েছে তার।

তার মান নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাকে আবার দলে পাওয়া মানে দলের শক্তি আরও বাড়া।

অবসরের সময় ডি কক ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে হয়তো ফিরে আসার দরজা খোলা রাখবেন, বিশেষ করে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে।

তখন তিনি বলেছিলেন, এখনই এটা সম্ভব বলে মনে করি না। তবে জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটে। হয়তো হতে পারে, আবার নাও হতে পারে।

দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ১৫৫ ওয়ানডে খেলে ডি কক করেছেন ৬৭৭০ রান, গড় ৪৫.৭৪ ও স্ট্রাইক রেট ৯৬.৬৪। টি-টোয়েন্টিতে তার ম্যাচ সংখ্যা ৯২, রান ২৫৮৪, স্ট্রাইক রেট ১৩৮.৩২।