ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বুলবুলের ‘নির্বাচনি চিঠি’ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:০৪ পিএম
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কর্তৃক জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে পাঠানো চিঠিকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

আগামী ৬ অক্টোবর বিসিবির বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে সামনে রেখে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে মনোনীত কাউন্সিলররা নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে তাদের ফর্ম জমা দিয়েছিলেন।

তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করে দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

এখানেই শেষ নয়, অ্যাড হক কমিটি থেকে কাউন্সিলর চেয়েছেন বিসিবি সভাপতি। সে চিঠিতে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে স্বাক্ষর দিয়েছেন তিনি।

এরপর ৫৩টি ফর্ম জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। যদিও বিদ্যমান নিয়মানুসারে নতুন করে কাউন্সিলর পাঠানোর সুযোগ নেই।

জানা গেছে, টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু এবং রাজবাড়ীর দুলাল - এই চারজন ক্রীড়া সংগঠক বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন।

তাদের দাবি, বিসিবি সভাপতির অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চাওয়ার এই সিদ্ধান্তটি বেআইনি এবং তা বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এই রিটের শুনানি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে অনুষ্ঠিত হতে পারে।