ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আজ রাতে ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৪০ পিএম
ব্যালন ডি‍‍`অর। ছবি- সংগৃহীত

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর বিতরণী অনুষ্ঠান আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১২টায় ফ্রান্সের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও ল’কিপের মালিক প্রতিষ্ঠান গ্রুপ আমরি যৌথভাবে এই বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করেছে।

এবারের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দীর্ঘ প্রায় দুই দশক পর ব্যালন ডি’অর-এর সংক্ষিপ্ত তালিকায় নেই ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি— লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

এবারের ব্যালন ডি’অর জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি'র ফরাসি তারকা ওসমান দেম্বেলে এবং বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল।

দেম্বেলে গত মৌসুমে পিএসজিকে ট্রেবল জেতাতে অসাধারণ ভূমিকা রেখেছেন, ৩৫ গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তা করেছেন।

অন্যদিকে, বার্সার হয়ে বড় বড় ম্যাচে আলো ছড়িয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়েছেন ইয়ামাল।

শুধু সেরা পুরুষ ফুটবলারই নয়, এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে:

সেরা পুরুষ ও নারী খেলোয়াড়: ফুটবলের সেরা পুরুষ ও নারী তারকাদের হাতে উঠবে সোনালি বল।

সেরা গোলরক্ষক: ফুটবলে অসাধারণ পারফর্ম করা গোলরক্ষককে দেওয়া হবে 'ইয়াশিন ট্রফি'।

সেরা তরুণ খেলোয়াড়: প্রতিভাবান তরুণ ফুটবলারদের জন্য থাকছে 'কোপা ট্রফি'।

মৌসুমের সর্বোচ্চ গোলদাতা: ফুটবলের সেরা গোলদাতাকে দেওয়া হবে 'গের্ড মুলার ট্রফি'।

সেরা কোচ ও সেরা ক্লাব: মাঠের কৌশলবিদ ও সেরা দলকেও তাদের সাফল্যের জন্য স্বীকৃতি জানানো হবে।

সক্রেটিস অ্যাওয়ার্ড: মানবিক উদ্যোগে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হবে।