ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:২৯ পিএম
বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল। ‍ছবি- সংগৃহীত

কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত ফাইনালে ওঠার স্বপ্ন অপূর্ণই থেকে গেল বাংলাদেশ দলের। মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান এই ছয় জাতির প্রতিযোগিতার সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় লাল-সবুজের ফাইনাল যাত্রা।

প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে ২-০ সেটে হার মানে বাংলাদেশ। যদিও প্রথম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছিল, তবে সেটটি শেষ পর্যন্ত ২২-১৭ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। দ্বিতীয় সেটে পুরোপুরি আধিপত্য বিস্তার করে পাকিস্তান, বাংলাদেশকে মাত্র ৫ পয়েন্টে আটকে রেখে ২৭-০৫ ব্যবধানে সেট জিতে নেয় তারা।

এর আগে, গ্রুপ পর্বের শেষ ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে একইভাবে ২-০ সেটে হেরেছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে একই প্রতিপক্ষের কাছে হারের ফলে ফাইনালের স্বপ্নভঙ্গ ঘটে বাংলাদেশের।

তবে টুর্নামেন্ট থেকে বিদায় বলার আগে এখনো একটি সুযোগ বাকি রয়েছে- তৃতীয় স্থান অর্জনের। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দল।

গ্রুপ পর্বে বাংলাদেশ বেশ দাপটের সঙ্গেই এগিয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে ৫৩-২৭ ব্যবধানে হারিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তীতে ভারতকে ৭-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। দুই ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন বিজিবির সিপাহি খোকন মোল্লা, যিনি দুটি ম্যাচেই হয়েছেন সেরা খেলোয়াড়।

ফাইনালের স্বপ্নভঙ্গ হতাশাজনক হলেও এখন পুরো মনোযোগ ব্রোঞ্জপদক নিশ্চিত করার দিকে বাংলাদেশের। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় পেলে এই অর্জনও হতে পারে গর্বের এক অধ্যায়।