ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কারাতে চ্যাম্পিয়নশিপে কুমিল্লার খেলোয়াড়দের বাজিমাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৫১ পিএম
ছবি- সংগৃহীত

প্রথম জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য দেখিয়েছে কুমিল্লার ২২ জন তরুণ খেলোয়াড়। এই চ্যাম্পিয়নশিপে তারা ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জ পদক জিতেছেন।

গত ১৯ ও ২০ সেপ্টেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।

এসকেআইএফ বাংলাদেশ-এর উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশন-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার খেলোয়াড়া অংশ নেন।

কুমিল্লা ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের হয়ে এই ২২ জন খেলোয়াড় কাতা ও কুমি উভয় বিভাগেই তাদের দক্ষতা প্রদর্শন করেছেন। তাদের মধ্যে ৯ জন খেলোয়াড় সোনা জিতেছেন।

তারা হলেন: আবিদ পাটোয়ারী (কুমি), আদেল আরাফাত তাহমিদ (কুমি), রিহান মুনতাসীর (কাতা ও কুমি), তাইয়েবা ইসলাম সিজদা (কুমি), ফারিয়া সুলতানা রিনি (কাতা ও কুমি), সাইয়েদ হাসান আয়ান (কুমি) ও যাহারা যানি রাশা (কাতা)।

এছাড়াও, তাসপিয়া তাবাসসুম, তাইয়েবা আলম সিজদা, আবিদ পাটোয়ারী, আদেল আরাফাত তাহমিদ এবং ওসমান গনি রাহি রৌপ্য পদক জিতেছেন।

কাতা ও কুমি বিভাগে ফাইজান আহমেদ চৌধুরী তোহা, তাসপিয়া তাবাসসুম, সাইয়েদ হাসান আয়ান, হোসাইন আহম্মেদ রাফি, ওসমান গনি রাহি, নওরিদ ইসলাম, মেহেরুন সুলতানা ইমি, শাহরিয়ার আলম নূর, জালাল উদ্দিন আকবর ও মুনতাসির আলম ভূইয়া মহিম সহ মোট ১১ জন খেলোয়াড় ব্রোঞ্জ পদক লাভ করেন।

এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জে এম জাহিদ হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।