ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফরাসিদের জরিপে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:১৮ পিএম
২০২৫ ব্যালন ডি অ’রের সেরা পাঁচজন। ছবি- সংগৃহীত

২০২৫ সালের মর্যাদাপূর্ণ ব্যালন ডি'অর পুরস্কার ঘিরে ফ্রান্সে এখন তুমুল আলোচনা। ফরাসি গণমাধ্যম আরটিএল এবং উইনাম্যাক্সের পক্ষ থেকে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য—জনপ্রিয়তায় সবাইকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন পিএসজি তারকা উসমান দেম্বেলে।

চমৎকার পারফরম্যান্সের সুবাদে ফরাসি জনগণের ২৬ শতাংশের ভোট পেয়েছেন দেম্বেলে। তার পেছনেই আছেন সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, যিনি পেয়েছেন ২২ শতাংশ ভোট।

অন্যদিকে, বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামাল পেয়েছেন মাত্র ৯ শতাংশ ভোট।

ফুটবলপ্রেমীদের মধ্যে এই ব্যবধান আরও বেশি স্পষ্ট। তাদের ৩৮ শতাংশ মনে করেন দেম্বেলে এই পুরস্কারের যোগ্য, যেখানে এমবাপ্পেকে সমর্থন দিয়েছেন মাত্র ১৪ শতাংশ এবং ইয়ামালকে ১৩ শতাংশ।

দেম্বেলেকে এগিয়ে রাখার পেছনে রয়েছে তার দুর্দান্ত পারফরম্যান্স। পিএসজির হয়ে চলতি মৌসুমে তিনি জিতেছেন লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, ট্রফি দে শ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা সুপার কাপ। সব মিলিয়ে ৪৪ ম্যাচে ২৯ গোল করে তিনি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

তবে জরিপে ব্যালন ডি’অর পুরস্কারটির গ্রহণযোগ্যতা নিয়েও কিছু প্রশ্ন উঠেছে। ৭৬ শতাংশ ফুটবল ভক্ত এটিকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে দেখলেও, ৬৪ শতাংশ মনে করেন এটি খেলোয়াড়দের দলীয় পারফরম্যান্সের চেয়ে ব্যক্তিগত নৈপুণ্যকে বেশি প্রাধান্য দেয়।

দেম্বেলে কেবল মাঠের পারফরম্যান্সেই নন, মানুষের মাঝেও একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ শতাংশ তাকে বন্ধুসুলভ, ৮০ শতাংশ পরিশ্রমী এবং ৭৪ শতাংশ বিনয়ী হিসেবে মনে করেন।

এমনকি ফুটবলপ্রেমীদের ৩৮ শতাংশের মতে, যদি তিনি ব্যালন ডি’অর না পান, তবে সেটি হবে ‘অন্যায়’।