ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:৪৬ পিএম
ইপিবি-এমএটিআরএডিইর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান। ছবি- প্রতিনিধি

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ এবং মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এমএটিআরএডিই) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এমএটিআরএডিইর প্রধান নির্বাহী কর্মকর্তা দাতোশ্রী মো. মুস্তাফা আবদুল আজিজ এবং ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের লক্ষ্য হলো, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সামগ্রিকভাবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করা। এর আওতায় ব্যবসা-বাণিজ্যবিষয়ক তথ্য বিনিময়, বাণিজ্য প্রসারের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন, সফর বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধিতে অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, এমএটিআরএডিইর পরিচালক ম্যাডাম মুনা আবু বকর, সিনিয়র ম্যানেজার ম্যাডাম নোরহারলিজা মো. ইউনুস, ট্রেড কমিশনার (চেন্নাই) ওয়ান আহমদ তারমিজি ওয়ান ইদ্রিস এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাব্বির এ খান ও সেক্রেটারি জেনারেল মোতাহার হোসেন খান।