ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আলোচনা করেই দল গড়া হয়েছে, দাবি লিপুর

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:২৩ এএম

টি-টোয়েন্টি দল থেকে শামীম পাটোয়ারীর বাদ পড়া ইস্যুতে অধিনায়ক লিটন কুমার দাস যে দাবি করেছেন, সেটি সত্য নয় বলে জানান জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, অধিনায়ক ও কোচের সঙ্গে আলাপ-আলোচনা করেই টি-টোয়েন্ট দল গঠন করা হয়েছে। লিপুর মতে, জাতীয় দলের অন্য নির্বাচক হাসিবুল হোসেন শান্ত, অধিনায়ক লিটন ও কোচ ফিল সিমন্সের সঙ্গে টি-টোয়েন্টি দল নিয়ে কথা বলেছিলেন তিনি। সেখানে অধিনায়ক লিটন শামীম পাটোয়ারীকে দলে রাখার ব্যাপারে নিজের মত দিয়েছিলেন। পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কথা বলে তাদের (নির্বাচকদের) মনে হয়, তারা দুজনই শামীম পাটোয়ারীকে দলে চান। কিন্তু নির্বাচকেরা মনে করেন, শামীম পাটোয়ারীর সর্বশেষ সিরিজে যে ফর্ম, তা দিয়ে তার এখন দলে থাকার মতো অবস্থা নেই। তাই তারা শামীমকে ছাড়াই দল গঠন করেন। লিপু বলেন, ‘অবশ্যই কথা হয়েছে। লিটন ও হেড কোচের কথা আমরা শুনেছি। কথা বলে আমাদের মনে হয়েছে, কোচ ও ক্যাপ্টেন শামীম পাটোয়ারীকে দলে রাখার পক্ষে। মানে, ব্যাটিং লাইনআপে পরিবর্তনের বিপক্ষে।’ লিটন দাস শামীমকে দলে রাখতে চাইলেও তার কথা না শুনে নির্বাচকেরা নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে শামীমকে ছাড়াই দল সাজিয়েছেন। লিপুর দাবি, দল নির্বাচনে ভূমিকা, মতামত থাকলেও নির্বাচক, কোচ ও ক্যাপ্টেনের আলাদা সীমারেখা আছে। কে বা কারা ওই সীমারেখার কত দূর যাবেন, যেতে পারবেন এবং কার বা কাদের মতামত সর্বোচ্চ গুরুত্ব পাবে, সেটাও ঠিক করা আছে। সেখানে নির্বাচকদের মতামতের সীমারেখা সর্বোচ্চ। তিনি সে আলোকেই শামীমকে বাদ দিয়ে দল সাজিয়েছেন। লিপু বলেন, ‘আমরা দল গঠনের আগে ও ক্রিকেটার নির্বাচনের আগে সব সময় কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে কথা বলি। আমি প্রধান নির্বাচক হওয়ার পর এ ধারা অব্যাহত ছিল। আগের সব সিরিজ, সফরেই নিজেরা কথা বলে দল নির্বাচন করেছি। এবারও আয়ারল্যান্ডের সঙ্গে ঢাকার মিরপুরে শেষ টেস্ট চলাকালীনও আমরা বসে কথা বলে দল চূড়ান্ত করেছি। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সিলেকশন কমিটির সঙ্গে ক্যাপ্টেন লিটন দাসও ছিল। সেখানে টিম নিয়ে কথা হয়।’