ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

এনসিপির জোট গঠনে নতুন সমীকরণ: কারা থাকছে, কারা থাকছে না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:৩১ এএম

কয়েক দিন ধরেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন রাজনৈতিক জোট গঠনের আলোচনায়। বিএনপি-জামায়াতের বাইরে একটি ‘তৃতীয় শক্তি’ তৈরির লক্ষ্য নিয়ে দলটি এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে আসছিল। তবে শেষ পর্যন্ত নির্বাহী কমিটির মতামতেই দিক বদলাচ্ছে আলোচনা।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় অংশ নেন ৪০ জনের মতো সদস্য। সভায় কমিটির অধিকাংশ সদস্য স্পষ্টভাবে জানান- জোট হলে তা শুধুই রাজনৈতিক দলের সঙ্গে, কোনো প্ল্যাটফর্মকে সঙ্গে নেওয়ার পক্ষে তারা নন। এতে সরাসরি ইঙ্গিত ছিল আপ বাংলাদেশের দিকে।

জোট নিয়ে আগ্রহ, তবে স্পষ্ট শর্ত

সভা পরবর্তী সূত্র জানায়, এনসিপি একটি বিকল্পধারার রাজনৈতিক জোট গঠনের বিষয়ে ইতিবাচক। গত দুই দিনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে পর্যবেক্ষণ পাওয়া গেছে, সেগুলোও বৈঠকে আলোচনায় আসে। দলটির নেতাদের মতে, তৃতীয় শক্তির জন্য জনমনে আগ্রহ আছে, তবে জোটের কাঠামো হওয়া চাই রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ও নিয়মতান্ত্রিক।

সভায় উপস্থিত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আপ বাংলাদেশ ছাড়া অন্যান্য দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আপাতত এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোট গঠনের বিষয়ে ইতিবাচক মত আছে।’

আপ বাংলাদেশ নিয়ে আপত্তির কারণ

নেতাদের মতে, আপ বাংলাদেশ এখনো কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। রাজনৈতিক পরিচয় না থাকায় জোটের নীতিগত কাঠামোর সঙ্গে প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত করা কঠিন, এমনটাই তাদের মতামত।

এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘আমরা আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একজোট হতে চাই। পরে প্ল্যাটফর্ম নেওয়া হবে কি না, এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলের সংস্কার-দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। যাদের অবস্থান আমরা জানি, তাদের সঙ্গেই জোট হবে। যাদের অবস্থান অস্পষ্ট তাদের সঙ্গে এখনই জোট সম্ভব নয়।’

এখনো অনিশ্চিত জোট ঘোষণার দিন

দলীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবারই জোট ঘোষণার সম্ভাবনা ছিল। তবে রাত পর্যন্ত কোনো সময় চূড়ান্ত হয়নি। সামান্তা শারমিন জানান, আজই জোট ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই।