কুমিল্লার মুরাদনগরে মাত্র ১৩ মাস ১০ দিনে পবিত্র কোরআনে হাফেজ হয়েছেন মাকসুদুর রহমান (১০)। হাফেজ মাকসুদুর উপজেলার জাহাপুর ইউনিয়নের রাণীমুহুরী গ্রামের মোক্তার হোসেনের ছেলে এবং জাহাপুর ইবতেদায়ি হাফেজিয়া মাদ্রাসা ও পেসকারুননেসা এতিমখানার ছাত্র। হাফেজ হওয়ায় মাকসুদুরকে দেওয়া হয়েছে সংবর্ধনা।
জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে কোরআনের ছবক নেওয়া শুরু করে মাকসুদুর। চলতি বছরের নভেম্বরেই সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করে সে। তার এমন সাফল্যে মাদ্রাসা, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
মাদ্রাসার শিক্ষকেরা জানান, মাকসুদুর শুরু থেকেই কোরআন ছবকে মনোযোগী, অনুগত এবং অধ্যবসায়ী ছিল। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ছবক নেওয়া, পুরোনো অংশের মেধাদীপ্ত পুনরাবৃত্তি ও শুদ্ধ তিলাওয়াত তার অল্প সময়ে কুরআন হিফজের অন্যতম কারণ।
পরিবারের সদস্যরা জানান, মাকসুদুর শিশুকাল থেকেই কোরআন শিক্ষার প্রতি আগ্রহী ছিল। তার অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং মাদ্রাসার পরিবেশ তাকে এ সাফল্যে পৌঁছে দিয়েছে।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মতে, মাকসুদুরের এ অর্জন অন্য শিশুদেরও ধর্মীয় শিক্ষাগ্রহণে উৎসাহিত করবে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে আরও উচ্চতর ইসলামিক শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন বলেন, ভর্তির শুরুতেই তাকে ব্যতিক্রমী দেখা গেছে। কোরআন শিক্ষার প্রতি প্রবল আগ্রহ দেখা গেছে। তবে এত অল্প সময়ের মধ্যে সে কোরআনের হাফেজ হতে পারবে এটা ধারণার বাইরে। আমরা তাকে নিয়ে এখন গর্ববোধ করছি।

