ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

শ্রীলঙ্কার বিপক্ষেও বড় জয় বাংলাদেশের

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:২৪ এএম

চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে জয়রথ ছুটেই চলেছে বাংলাদেশের। গতকাল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে তারা। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে ব্রুনাই দারুসসালামকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল, ইকরামুল, মানিক ও বায়েজিদ একটি করে গোল করেন।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে শ্রীলঙ্কার ডিফেন্সের ওপর চাপ বজায় রাখে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক ভালো পারফর্ম করলেও বাংলাদেশের ধারাবাহিক আক্রমণাত্মক ফুটবলে ৫ গোল হজম করতে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। পাঁচ মিনিটের ব্যবধানে বাংলাদেশ ২ গোল পায়। ২৪ মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁইয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করেন। এরপর অপুর অসাধারণ পাসে মানিক দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ৩ গোল করে। ৬৪ মিনিটে রিফাতের পাস থেকে ফয়সাল এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়েজিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরি সময়ে অধিনায়ক ফয়সাল হাফ ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা ৯০ মিনিট ভালো ফুটবল খেলেছে। গোলের সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে, এ জন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সবার কাছে দোয়া চাই।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল পড়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা, বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী মূলত চীন ও বাহরাইন। ৩০ নভেম্বর চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।