যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করেছে।
সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাণিজ্য উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক মো. হাবিব উল্লাহ ডনকে সভাপতি এবং রাসেল কবির সুমনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির দায়িত্ব পাওয়াকে ব্যাডমিন্টনের জন্য ‘পুনর্জাগরণের পদক্ষেপ’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে স্তিমিত হয়ে থাকা খেলাটিতে প্রাণ ফিরিয়ে আনতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন সভাপতি মো. হাবিব উল্লাহ ডন তিন দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে সংগঠক, পৃষ্ঠপোষক এবং অনুরাগী হিসেবে যুক্ত রয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির সহসভাপতি হিসেবে তার নেতৃত্ব ছিল উজ্জ্বল। পাশাপাশি বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশন এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতি হিসেবে তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে কাজ করেছেন তিনি।
ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাবসহ বিভিন্ন সামাজিক ক্লাবের ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হাবিব উল্লাহ ডন গুলশান ব্যাডমিন্টন ক্লাবের অন্যতম সংগঠক। খেলোয়াড় হিসেবেও তিনি ব্যাডমিন্টনে নানা প্রতিযোগিতায় পুরস্কার ও সাফল্য অর্জন করেছেন।
ক্রীড়াঙ্গনের পাশাপাশি তিনি ব্যবসায়ও প্রতিষ্ঠিত। অটোমোবাইল, এয়ারলাইন্স, রিয়েল এস্টেট ও স্পোর্টস ইক্যুইপমেন্ট খাতে উদ্যোক্তা হিসেবে তিনি এ.এম গ্রুপের চেয়ারম্যান। পাশাপাশি এফবিসিসিআইয়ের সহসভাপতি, কমনওয়েলথভুক্ত দেশগুলোর যৌথ চেম্বারের সভাপতি এবং রিকন্ডিশন্ড যানবাহন আমদানিকারকদের সংগঠন বারভিডার চার মেয়াদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন নেতৃত্বে ফেডারেশন গঠনে ব্যাডমিন্টন অঙ্গনের সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, জেলা-উপজেলা পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, তরুণদের মধ্যে ব্যাডমিন্টনকে জনপ্রিয় করা এবং নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন—এসব ক্ষেত্রে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

