ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে আপাতত স্থগিত। স্মৃতির বাবার আকস্মিক অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলেও, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একটি 'অন্তরঙ্গ চ্যাটিং'-এর স্ক্রিনশট তারকা জুটির সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন মেরি ডি’কস্তা নামের এক তরুণী।
বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। এর পরই বিয়ে পিছিয়ে যাওয়ার ঘোষণা আসে। তবে পরিস্থিতি অন্য মোড় নেয়, যখন স্মৃতি তার ইনস্টাগ্রাম থেকে পলাশের সঙ্গে বাগদান, গায়েহলুদ এবং বিয়ে সংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন। এর পরই গুঞ্জন শুরু হয়, স্মৃতির বাবার অসুস্থতা ছাপিয়ে অন্য কোনো কারণে এই সম্পর্কে অবনতি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোতে এখন জোর আলোচনা, স্মৃতি-পলাশের মাঝে দূরত্ব তৈরি করেছেন পেশায় নৃত্যপরিচালক মেরি ডি’কস্তা।
মেরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পলাশ মুচ্ছলের সঙ্গে তার অন্তরঙ্গ চ্যাটিংয়ের স্ক্রিনশট পোস্ট করেন। যদিও পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করা হয়। মেরির দাবি, পলাশ তাকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন।
স্ক্রিনশট অনুযায়ী, মেরি যখন প্রশ্ন তোলেন, তুমি তো একটা সম্পর্কে আছ?, তখন পলাশের উত্তর ছিল, কে বলেছে, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না? চ্যাটিংয়ে সঙ্গীত পরিচালক পলাশ লিখেছেন, স্মৃতি মান্ধানা ভিন্ন শহরে থাকার কারণে তাদের সম্পর্কে আগের মতো আর টান নেই। তাই তিনি মেরির সঙ্গে দেখা করতে চেয়েছেন।
যদিও ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোর সত্যতা কোনো গণমাধ্যমই নিশ্চিত করেনি, তবে এই ঘটনা তারকা জুটির ব্যক্তিগত জীবনে বড়সড় ধাক্কা দিয়েছে বলেই মনে করা হচ্ছে।
আলোচনা আরও বাড়ে যখন জানা যায়, মেরি ডি’কস্তা স্মৃতি ও পলাশের বিয়ের সংগীত অনুষ্ঠানের নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন। ভারতীয় মিডিয়া দাবি করছে, বাগদানের চার দিন আগে নাচের মহড়া চলাকালীন পলাশকে এক নারীর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল। এই নারী মেরি ডি’কস্তা কিনা—তা নিয়েও জোর জল্পনা চলছে।
এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে স্মৃতি মান্ধানা বা পলাশ মুচ্ছল কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে পলাশের বোন, সঙ্গীতশিল্পী পলক মুচ্ছল এক ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে এই জুটির গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।



