ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

গুয়াহাটিতে ইতিহাস গড়লেন এইডেন মার্করাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত

গুয়াহাটি টেস্টে ব্যাট হাতে বড় স্কোর না পেলেও ফিল্ডিংয়ে ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। ভারতের বিপক্ষে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ৯টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি—যা টেস্ট ক্রিকেটে আগে কখনও হয়নি।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে মার্করামের ব্যাট থেকে আসে ৮১ বলে ৩৮ রান, আর দ্বিতীয় ইনিংসে করেন ৮৪ বলে ২৯। তবে ম্যাচে তার প্রকৃত প্রভাব পড়ে ফিল্ডিংয়ে।

ভারতের দুই ইনিংস মিলিয়ে ৯টি ক্যাচ নিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের আজিঙ্কা রাহানেকে। রাহানে ২০১৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি ক্যাচ নিয়ে এতদিন এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডের মালিক ছিলেন।

ভারতের প্রথম ইনিংসে মার্করাম স্লিপে দাঁড়িয়ে একাই ৫টি ক্যাচ নেন। দ্বিতীয় ইনিংসে এ পর্যন্ত তিনি নেন আরও ৪টি ক্যাচ—এর মধ্যে ৩টি স্লিপে এবং একটি গালিতে। সপ্তম ক্যাচটি নেওয়ার সঙ্গেই ভারতের বিপক্ষে টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডটিও তিনি নিজের করে নেন।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে এক ম্যাচে ফিল্ডার হিসেবে ৭টি ক্যাচ নেওয়ার কীর্তি আছে মাত্র ছয়জনের। এ তালিকায় ভারতের দু’জন—লোকেশ রাহুল (২০১৮, ইংল্যান্ড) ও যুজবেন্দ্র সিং (১৯৭৭, ইংল্যান্ড)। এছাড়া রয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ম্যাথু হেইডেন, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং এবং শ্রীলঙ্কার হাশান তিলকারত্নে।

বাংলাদেশের হয়ে টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম।