আগামী ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য মেনস টি-২০ বিশ্বকাপের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই প্রস্তুতির অংশ হিসেবেই ঐতিহাসিক সিংহলীজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে শুরু হয়েছে ফ্লাডলাইটসহ নানা আধুনিক সুবিধা নির্মাণের কাজ।
যদিও ঐতিহ্যগতভাবে কলম্বোর ডে-নাইট আন্তর্জাতিক ম্যাচগুলোর কেন্দ্রবিন্দু ছিল আর প্রেমাদাসা স্টেডিয়াম, এবার সেই প্রথা ভাংতে চলেছে এসএসসি।
দীর্ঘদিন ধরে এসএসসি. মূলত দিনের বেলায় সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ, বিশেষত নারী ক্রিকেট আয়োজন করত। কিন্তু পুরুষদের ক্রিকেটে সর্বোচ্চ ধারণক্ষমতার জন্য ডে-নাইট ম্যাচের জন্য সবসময়ই প্রাধান্য পেয়েছে প্রেমাদাসা স্টেডিয়াম।
তবে টি-২০ বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের জন্য এসএসসি-কে আধুনিক ডে-নাইট ভেন্যুর মর্যাদা দিতেই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
এই নবসজ্জিত গ্রাউন্ডে প্রথম ডে-নাইট ম্যাচের সাক্ষী হতে চলেছে ক্রিকেট বিশ্ব। আগামী ৯ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের গ্রুপ বি-র ম্যাচটি অনুষ্ঠিত হবে ওমান ও জিম্বাবুয়ের মধ্যে, যা স্থানীয় সময় দুপুর ৩টায় শুরু হবে।
এসএসসি-তে ম্যাচের সূচি (মোট ৫টি)
প্রথম ম্যাচ: ৭ ফেব্রুয়ারি, সকাল ১১টা – নেদারল্যান্ডস বনাম পাকিস্তান
তৃতীয় ডে-নাইট ম্যাচ: ১০ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৭টা – পাকিস্তান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র
আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা বিশ্বকাপের মূল ম্যাচগুলির জন্য তিনটি ভেন্যুকে প্রস্তুত করছে। ধারণক্ষমতার শীর্ষে থাকা আর প্রেমাদাসা স্টেডিয়ামে অন্তত আটটি ম্যাচের আয়োজন নিশ্চিত হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মাঠেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যদি পাকিস্তান ফাইনালে পৌঁছায়।
অন্যদিকে, কলম্বোর বাইরের একমাত্র ভেন্যু হিসেবে পল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সাতটি ম্যাচের আয়োজন করবে।



