ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ধানখেত থেকে মুখ পুড়িয়ে দেওয়া গলাকাটা লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:১১ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠ থেকে মুখ পোড়া ও গলাকাটা অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়স্ক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে কৃষকেরা মাঠে ধান কাটতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, সকালে রামচন্দ্রপুর বিলের কৃষক মনিরের জমিতে ধান কাটতে গিয়ে তারা মরদেহটি দেখতে পান। পরে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর মুখে আগুন দিয়ে মরদেহটি ধানখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, হত্যাকা-ের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।