ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

‘নির্বাচকরা যে দল দেবে সেই দল নিয়েই মাঠে নামতে হবে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের অভ্যন্তরে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস অভিযোগ করেছেন, দল গঠনে অধিনায়কের মতামতকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। উল্টো নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়।

লিটনের এই বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনকে বিস্মিত করেছে এবং বোর্ড ও অধিনায়কের মধ্যে স্পষ্ট মতবিরোধের জন্ম দিয়েছে।

সিরিজের প্রাক্কালে সংবাদ সম্মেলনে লিটন দাস সরাসরি বলেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে—নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেটাই নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি কোনো খেলোয়াড় চাই বা চাই না—সে বিষয়ে আমার কোনো মতামত থাকবে না।’

লিটনের এই দাবি সম্পর্কে জানতে চাওয়া হলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘এরকম বলার কি কোনো সুযোগ আছে? এটা কি হয় নাকি? কেন লিটন এতটা ক্ষুব্ধ—আমি ঠিক জানি না। মুখে মুখে শুনেছি, আসল ব্যাপার এখনো শুনিনি।’

নাজমূল আবেদীন আরও যোগ করেন যে, এরকম যদি কেউ বলে থাকে, সেটা অপ্রত্যাশিত। নির্বাচকেরা দল নির্বাচন করেন, আর সেই প্রক্রিয়ায় কোচ-অধিনায়কের সঙ্গে তাদের মতো করেই আলোচনা হয়।

তিনি আরও বলেন, নির্বাচকেরা তাদের মতামত অনুযায়ী দল দেবেন—এটাই স্বাভাবিক। নির্বাচকেরা যখন দল দেবেন, সেটাই বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াড। সেই দল নিয়েই মাঠে নামতে হবে।