ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে কারণ কী খতিয়ে দেখার আহ্বান জামায়াত আমিরের

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৫:২৭ এএম

রাজধানী ঢাকাসহ সারাদেশে একের পর এক বড় ধরনের আগুন লাগার ঘটনায় পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, যতটুকু পারি, আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাদের দুঃসময় থেকে উত্তরণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়।

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের দুর্ভোগ ও বাস্তবতা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীর ন্যায়সমাজ গঠনের সংগ্রামে গণমাধ্যম আমাদের গর্বিত অংশীদার হবে—এ প্রত্যাশা করি।

এর আগে সন্ধ্যায় মহাখালী কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে অন্তত দেড় হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।