দেশের যুবসমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐতিহাসিক ভূমিকা পালনের’ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে পার্লামেন্ট সড়কের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এই কথা বলেন। এসময় যুব ও ক্রীড়া বিভাগের গতিবিধি পর্যালোচনাসহ আগামী নির্বাচন‑ক্ষম সময় যুবদের সক্রিয় অংশগ্রহণ এবং দেশীয় রাজনৈতিক পরিবর্তনে তাদের অবদান নিশ্চিত করার ওপর গুরুত্ব করা হয়।
এহসানুল জুবায়ের বলেন, ‘যুবরা হলো ভবিষ্যৎ এবং তাদের অংশগ্রহণই দেশের পরিবর্তন ও উন্নয়নের মূল চাবিকাঠি। আগামী নির্বাচনে শুধু ভোটার হিসেবে নয়-তারা ঐতিহাসিক পরিবর্তন গঠনে অগ্রণী শক্তি হবে।’
তিনি আরও বলেন, ‘সমস্ত রাজনৈতিক ও সামাজিক স্তরে যুবার যুক্তি, শক্তি ও মূল্যবোধের অংশবিশেষ হিসেবে তাদের সক্রিয়ভাবে এগিয়ে আসা দরকার। নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়-এটি যুবসমাজের পক্ষ থেকে দেশের ভবিষ্যৎ রূপায়ণের সুযোগ।’
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য নেতারা-কেন্দ্রীয় সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডাঃ ফখরুদ্দিন মানিক, মুহাম্মদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়া ঢাকার মহানগর উত্তর যুব বিভাগ থেকে দলের নেতা: ডাঃ মঈন উদ্দিন (সভাপতি), হাসানুল বান্না বাদল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা, মোহাম্মদ আরাফাত এবং দক্ষিণ বিভাগ থেকে শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুল্লাহ আল নোমান অংশগ্রহণ করেন।


