ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

আজ বিশ্ব গন্ডার দিবস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:৩৩ পিএম
গন্ডার । ছবি- সংগৃহীত

আজ বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ২২ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছরই এদিন বিশ্বব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

গন্ডার সংরক্ষণ ও শিকার রোধে জনসচেতনতা তৈরিই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।

বর্তমানে বিশ্বে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে- আফ্রিকায় সাদা ও কালো গন্ডার, আর এশিয়ায় একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। এরা চোরাকারবারি, বন ধ্বংস ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিলুপ্তির হুমকিতে রয়েছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, আলোচনা, চিত্রপ্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী আয়োজিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও গন্ডার সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, সঠিকভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যতে গন্ডার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই বিশ্ব গন্ডার দিবসের মূল বার্তা হলো- গন্ডার বাঁচান, প্রকৃতি বাঁচান।