স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।’
রোববার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে পূজা উদযাপনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া, ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তাদের সঙ্গে পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করছি, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার পূজা আরও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবেন পূজা উদযাপন কমিটির ৭ জন সদস্য, ৮ জন আনসার, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়াও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৮০ হাজার স্বেচ্ছাসেবক সেবা প্রদান করবেন।’
তিনি আরও বলেন, ‘এ বছর পূজামণ্ডপের আশপাশে বড় ধরনের মেলা বসতে দেওয়া হবে না। তবে প্রয়োজনীয় কিছু দোকান রাখা হবে।’