ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার সড়কের পানি নিষ্কাশনে মাঠে ডিএসসিসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:২৩ পিএম
পানি নামতে সময় লাগবে বলে জানিয়েছে ডিএসসিসি। ছবি- রূপালী বাংলাদেশ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হতে যাওয়া লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রাজধানীতে রাত থেকেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যা ঢাকার বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করে।

জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে চলেছেন। পাশাপাশি, ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিমও সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড এবং ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা ইতোমধ্যে সমাধান করা সম্ভব হয়েছে।

তবে, কিছু এলাকায় এখনো পানি নিষ্কাশনে বিলম্ব হচ্ছে। এর অন্যতম কারণ হলো- পানি নিষ্কাশনের আউটলেট অংশ এবং আশপাশের খাল ও নদীর পানির স্তর প্রায় একই হওয়া, যার ফলে পানি স্বাভাবিকভাবে সরে যেতে পারছে না। এতে করে কিছু এলাকায় পানি নামতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এ পরিস্থিতিতে ডিএসসিসি অস্থায়ী পোর্টেবল পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া, কমলাপুর এলাকায় স্থাপিত হাই প্রেসার ভার্টিক্যাল পাম্পের মাধ্যমে দ্রুত পানি সরিয়ে নেওয়ার কাজ চলমান।

সার্বিক পরিস্থিতি তদারকির জন্য ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে। নগরবাসী যেকোনো প্রয়োজনে ০১৭০৯৯০০৮৮৮ (01709900888) নম্বরে যোগাযোগ করতে পারবেন।