ঢাকা সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দুটি পানিপুরি কম পাওয়ায় সড়ক অবরোধ নারীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:১৪ পিএম
ভারতের গুজরাটে পানিপুরি কম পাওয়ার অভিযোগে রাস্তায় বসে পড়েন নারী। ছবি- সংগৃহীত

রাজনৈতিক মিছিল, শোভাযাত্রা বা বৃষ্টির কারণে সড়ক অচল হওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। তবে এবারের কারণটি একেবারেই আলাদা। শুনলেই হয়তো বন্ধুদের আড্ডায় নিয়মিত বলে ওঠা লাইনটি মুখে চলে আসবে—‘হাসব না কাঁদব?’

কখনো কি শুনেছেন পানিপুরির জন্য কেউ সড়ক অবরোধ করে? এবার এমনটাই ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের ভদোদরা শহরে। শহরের সুরসাগর লেকের কাছে এক নারী রাস্তার মাঝে বসে পড়েন। অভিযোগ, বিক্রেতা তাকে দুটি পানিপুরি কম দিয়ে ঠকিয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে ঘটনাটি তুলে ধরা হয়েছে।

ওই নারীর দাবি, ২০ রুপিতে ছয়টি পানিপুরির আশা করেছিলেন তিনি। কিন্তু বিক্রেতা তাকে দিয়েছেন মোটে চারটি। আর এতেই আশাহত হয়ে রাস্তায় বসে পড়েন তিনি। দাবি তোলেন—আরও দুটি পানিপুরি দিতেই হবে, নাহলে রাস্তা থেকে তাকে তোলাই যাবে না। এমন ঘটনা দেখে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন পথচারীরা।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে নতুন নাটকীয়তা যোগ হয়। ওই নারী কান্নায় ভেঙে পড়ে দাবি জানান, আরও দুটি পানিপুরি তার লাগবেই। এ নিয়ে তর্ক চলতে থাকায় কয়েক ঘণ্টা ধরে ওই রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশ তাকে রাস্তা থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওই নারী দুটি বাড়তি পানিপুরি আদৌ পেয়েছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এ নিয়ে যানজটের ঘটনা ভদোদরার নাগরিকদের মধ্যে হাস্যরসের জন্ম দিয়েছে।