ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পাচারকারীকে গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:৫৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ারেন্টভুক্ত ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ ভৈরব পৗর শহরের জগন্নাথপুর আলুকান্দা এলাকার ফরিদা বেগম (৬৩), উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মাইজহাটি এলাকার শাহিদা আক্তার (৩১), একই এলাকার শহীদা আক্তার সখী (৩৩), অনুফা বেগম (৫৬) ও জনুফা বেগম (২৬)।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভৈরব থানা ও কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। মামলা হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদ পেয়ে গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।