‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি তার টিম নিয়ে কক্সবাজার যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেখানে যাওয়ার বিভিন্ন ছবি ও রিলস পোস্ট করার পর থেকে নাটকটির দর্শকরা নড়েচড়ে বসেছেন! তারা বলছেন, তাহলে কি আবার কাবিলা, পাশা, হাবু, নেহাল, জাকিররা কি কক্সবাজারে চিল করতে গেলেন? কেউ কেউ মনে করছেন, সিজন ৫-এর আগামীর এপিসোডে সেই চমক দেখা যাবে!
নাটকটির এক্সকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ‘ব্যাচেলর ভাইব’ নামে একটি কনটেন্টের তিন দিনের একটি শুটিংয়ে তারা কক্সবাজার গিয়েছিলেন। তিনি বলেন, ‘অপ্পো এ সিক্স প্রো’ ফোনের সৌজন্যে এই সারপ্রাইজিং কনটেন্টের শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম কক্সবাজার যায়। একজন ফিমেল কাস্টিং-ও এই কনটেন্ট দেখা যাবে। আজ কনটেন্টটি বুম ফিল্মসের ইউটিউবের পাশাপাশি অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আমাদের বিশ্বাস, পূর্বের কাজগুলোর মতো দর্শকরা ‘ব্যাচেলর ভাইব’ দেখেও মজা পাবেন। আট বছর আগে শুরু হওয়া ব্যাচেলর পয়েন্ট-এর সিজন ৫ বর্তমানে প্রচার হচ্ছে।
নাটকটি দর্শক দেখতে পাচ্ছেন চ্যানেল আই টিভিতে, বুম ফিল্মসের ইউটিউবে এবং বঙ্গ অ্যাপে। ইতোমধ্যে অ্যাপে ৩০টির বেশি এপিসোড প্রচার হয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন এই সিজনে আবার ফিরেছেন সিরিয়ালটি ‘জেন্টেলম্যান’ চরিত্র নেহাল ওরফে তৌসিফ মাহবুব। এছাড়া নতুন সিজনে অন্যান্যদের সঙ্গে নতুন করে দেখা যাচ্ছে শামীমা নাজনীন, ইশতিয়াক আহমেদ রুমেলকে। নির্মাতা অমি জানান, আগামীতে আরও সারপ্রাইজিং কিছু চরিত্র দেখা যাবে। এমনকি থাকতে পারেন ব্যাচেলর পয়েন্টের ‘মোস্ট ওয়ানটেড’ চরিত্র রোকেয়াকে!