সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ইয়াবাসহ ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করা হয়েছে। গত শনিবার রাতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। র্যাব জানায়, সন্ধ্যা ৭টার দিকে কাষ্টঘরের সুইপার কলোনির পুরাতন ভবনের গেটের সামনে নয়ন (১৭) নামের ওই কিশোরকে অবস্থানকালে দেখা যায়। র্যাব সদস্যরা উপস্থিতি টের পেয়ে তাকে পালানোর চেষ্টা করতে দেখলে দ্রুত তাকে আটক করে। পরবর্তী তল্লাশিতে নয়নের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৬টি পলিজিপার প্যাকেটে মোট ৩ হাজার ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। নয়ন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং নয়নকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।