ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মালামাল জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:০২ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ১২ লাখ টাকার মালামাল জব্দ করেছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার রাতে এক অভিযানে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ও মায়াঘাসী সীমান্ত এবং হালুয়াঘাটের রঙ্গনপাড়া, নামছাপাড়া ও বেতলতী সীমান্ত এলাকা থেকে ৬টি ভারতীয় গরু, ৬১৪ পিস জনসন বেবি লোশন, ৫০ হাজার পিস জিলেট ব্লেড এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।