ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:১১ এএম

পুলিশের চাঁদাবাজি, মামলা দিয়ে হয়রানিসহ নানা অনিয়মের প্রতিবাদ ও মহাসড়কে বাঁধাহীন চলাচলের দাবিতে নাওজের এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দীর্ঘ দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। গতকাল রোববার পোনে বারোটা দিকে এ অবরোধের ঘটনা ঘটে।

আন্দোলনরত সিএনজি চালকদের অভিযোগ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালাতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন চালকরা। বিভিন্ন স্থানে পুলিশ অন্যায়ভাবে গাড়ি আটকে মামলা দায়ের করে। এ ছাড়া চাঁদাবাজি করেন পুলিশের কতিপয় সদস্য। এসব অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তারা।

এদিকে, অবরোধের কারণে মহাসড়কে উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও শ্রমিক নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সিএনজি চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দেড় ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

বাসন থানার ওসি মো. শাহীন খান বলেন, আগামীকাল তাদের দাবি দাওয়া নিয়ে পরিবহন শ্রমিক নেতা, প্রশাসন বৈঠক করবেন। তাদের দাবি মানার আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, যান চলাচল স্বাভাবিক।