ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বোতলে ভরে সাপ নিয়ে হাসপাতালে কৃষক

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৩৩ এএম
  • গত দুই মাসে জেলায় সাপে কাটা কমপক্ষে ১০ জনের মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬

ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে সাপের উপদ্রব বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ৬ জন রোগী ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক কৃষক বোতলে ভরে সাপসহ হাসপাতালে হাজির হন। দ্রুত চিকিৎসা পাওয়ায় বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত শনিবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামের কৃষক মইনুল হক ধানের বস্তা নামানোর সময় সাপের কামড়ে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কামড় দেওয়া সাপটিসহ মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একইভাবে, পুকুরে মাছ ধরতে গিয়ে সাপে কামড়ের শিকার হয় আরিফ নামের এক শিশু। রবিবার সকালে তাকেও সাপসহ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সাপে কাটা মোট ছয়জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পাঁচজন ঠাকুরগাঁও জেলার এবং একজন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। রবিবার দুপুরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আফাজুল হক নামের একজন রোগী। তিনি শুরুতে ওঝার কাছে ঝাড়ফুঁক করাতে গিয়েছিলেন, কিন্তু বিশ্বাস না হওয়ায় দুই ঘণ্টা পর হাসপাতালে আসেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম চয়ন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় শিশু ও নারীসহ ছয়জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। সবার চিকিৎসা দেওয়া হয়েছে, একজনকে ইতিমধ্যে ছাড়পত্রও দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এখন সাধারণ মানুষ আগের মতো ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে আসছেন, ফলে মৃত্যুহার কমেছে। জেলা প্রশাসকের উদ্যোগে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচারের পর মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত দুই মাসে জেলায় সাপে কাটা কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছিল। এ জন্য প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সাপে কাটা রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে বলেও জানানো হয়েছে।