ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গাঁজাগাছসহ আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:১৯ এএম

নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে গাঁজাগাছের একটি বড় চালানসহ মো. মুকুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকালে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাছগুলো উদ্ধার করে। আটক মুকুল ওই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকুল নিজেই গাঁজাসক্ত ব্যক্তি। বাইরে থেকে কিনে খাওয়ায় খরচ বেশি হওয়ায় প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনে গাঁজা চাষ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মুকুলকে আটক করে থানায় নিয়ে আসে। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আটক মুকুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।’