তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ১৯ অক্টোবর ২০২৫ থেকে ০২ নভেম্বর ২০২৫ পর্যন্ত ‘গ্রাহক সেবা পক্ষ’ পালনের কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৯ অক্টোবর ২০২৫ তারিখে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মাকছুমা আকতার বানু আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।