ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম সেন্ট্রাল হাসপাতালের আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৪:৫১ এএম
ছবি- সংগৃহীত

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে সেন্ট্রাল সিটি হাসপাতালে আগুন লেগেছে। রোববার (১৯ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে লাগা এই আগুন ১২টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে রোগী কিংবা হাসপাতালের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তবে আগুন লাগার পর অনেকে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘সেন্ট্রাল সিটি হাসপাতালে লাগা আগুন আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখানে কেউ আহত বা নিহত হয়নি। তবে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেছেন অনেকে।’

তিনি আরো বলেন, ‘এটি ছোট একটি হাসপাতাল। এখানে কি পরিমাণ রোগী ছিল জানি না। তবে কেউ অগ্নিদদ্ধ হয়নি।’