ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ইন্তেকাল

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৭:৩১ এএম
বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন। ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের বন্দগজারিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

তবে তিনি দীর্ঘদিন ধরে উপজেলার ২নং নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা এলাকায় বাড়ি করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া ১০টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) মরহুমের নিজ এলাকায় রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর পরে দাফন করা হবে। এরপর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিনের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০৩২০, গেজেট তালিকা নম্বর ১১১৬। তিনি ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেকে আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।