ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সারকোজির কারাবাস শুরু মঙ্গলবার, লিখবেন বই

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:৪৮ এএম
নিকোলাস সারকোজি। ছবি- সংগৃহীত

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কারাবাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। প্যারিসের একটি কারাগারে পাঁচ বছরের কারা ভোগ করতে হবে তাকে। কারাগারে যাওয়ার আগে সারকোজি বলেছেন, তিনি ‘ভীত নন’। আর কারাগারে থাকার সময় বই লিখবেন বলেও জানিয়েছেন তিনি।

‘অপরাধমূলক ষড়যন্ত্রের’ অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর ৭০ বছর বয়সি নিকোলা সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেন প্যারিসের আদালত। যুদ্ধ-পরবর্তী ফ্রান্সের প্রথম কোনো প্রেসিডেন্ট ও ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত কোনো দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে কারাগারে যাচ্ছেন তিনি।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। ২০১১ সালে আরব বসন্তের সময় লিবিয়ার দীর্ঘদিনের একনায়ক মুয়াম্মার গাদ্দাফি বিরোধীদের হাতে ক্ষমতাচ্যুত ও নিহত হন। সে সময় ন্যাটোর সামরিক হস্তক্ষেপে বিমান নিষিদ্ধ অঞ্চল কার্যকর হয়, যেখানে সারকোজির নেতৃত্বে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তার বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাকে নির্বাচন করার জন্য অর্থ দিয়েছিলেন লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি। যদিও সারকোজি নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করে আসছেন।

প্যারিসের লা সান্তে নামের একটি কারাগারে নেওয়া হবে সারকোজিকে। এর আগে রোববার (১৯ অক্টোবর) তিনি ফরাসি সংবাদমাধ্যম লা ত্রিব্যুন দিমঁশকে বলেছেন, ‘কারাগার নিয়ে ভীত নই। সান্তের ফটকেও আমি মাথা উঁচু করেই ঢুকব।’ কারাগারে বিশেষ সুবিধাও চান না বলে জানিয়েছেন।

সারকোজি লা ত্রিব্যুন দিমঁশকে বলেন, কারাগারে থাকার সময় কোনো অভিযোগ অথবা কারো সহানুভূতি নিতে চান না তিনি। তাকে উদ্ধৃত করে পত্রিকাটি আরও বলেছে, কারাগারে থাকার সময়টি একটি বই লেখার কাজে ব্যয়ের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।