মরক্কোর ফেস শহরে গতকাল মঙ্গলবার গভীর রাতে দুটি ভবন ধসে কমপক্ষে ১৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় রাত ১১টার দিকে শহরের উপকণ্ঠের আল-মুস্তাকবাল পাড়ায় প্রথম ভবনটি ধীরে ধীরে ধসে পড়ে। কিছুক্ষণ পরই তার পাশের আরেকটি চারতলা ভবন ধসে পড়ে।
বুধবার (১০ ডিসেম্বর) ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়া, যেখানে উদ্ধারকর্মীদের তৎপরতা স্পষ্টভাবে দেখা যায়।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবা, পুলিশ, অগ্নিনির্বাপণ বাহিনী ও দুর্যোগ প্রতিক্রিয়া দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে রাতভর উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

