চট্টগ্রামের সীতাকু-ের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার দুপুরে বিএম কন্টেইনার ডিপোতে প্রতিনিধি দলকে শুভেচ্ছা বিনিময় ও স্বাগত জানান বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মাইনুল আহসান। এ সময় প্রতিনিধিরা অত্যাধুনিক সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং তারা নিরাপত্তা, সুরক্ষা ও কার্যক্ষমতার ক্ষেত্রে বিশ^মান বজায় রাখার জন্য ডিপোর প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন।
উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এইচই জোরিস ভ্যান বোমেল। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে নেদারল্যান্ডস রাজ্য ক্যাপ্টেন (এন) জর্ডি ক্লেইন এবং নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র উপদেষ্টা মিসেস মন্নুজান খানম। এই সফর নেদারল্যান্ডস-বাংলাদেশ অংশীদারত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়।

